দুমকিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

| আপডেট :  ০৪ জানুয়ারি ২০২৩, ০২:৪৮  | প্রকাশিত :  ০৪ জানুয়ারি ২০২৩, ০২:৪৮

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির সূচনার পর এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম জীবন এবং সাধারণ সম্পাদক সবুজ সিকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, এ-সময় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, এছাড়াও উপজেলা কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত