দুমকিতে বিয়ের দাবিতে কলেজ শিক্ষার্থীর আমরণ অনশন

| আপডেট :  ০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৩  | প্রকাশিত :  ০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৩

পটুয়াখালীর দুমকি উপজেলায় বিয়ের দাবিতে আমরণ অনশনে বসেছেন মনি আক্তার (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী।

শনিবার (৭ জানুয়ারি) উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব জলিশা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী মনির মারফত জানা গেছে, পূর্ব জালিশা গ্রামের জেলে পাড়ার ইউনুস হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম রাব্বির (২৬) সঙ্গে গত পাঁচ বছর আগে তার বন্ধুর মাধ্যমে পার্শ্ববর্তী উপজেলার বাকেরগঞ্জের পাদ্রীশিপপুর গ্রামের সোহরাব হোসেনের বড় মেয়ে মনি আক্তারের পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায় এবং তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও চলেছিল। কিন্তু পরে রাব্বি মনির সঙ্গে এ প্রেমের সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়।

পরে উপায়হীন হয়ে শনিবার বিকেলে বিয়ের দাবিতে মনি রাব্বির গ্রামের বাড়িতে আমরণ অনশনে বসে।

এদিকে, প্রেমিক রাব্বি বর্তমানে পলাতক রয়েছেন এবং তার পরিবারও মনিকে মেনে নিচ্ছে না।

এ ব্যাপারে রাব্বির মা তাসলিমা বেগম বলেন, আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ছেলেমানুষ কয়েকদিন ফোনে কথা বলেছে, তাতে কী বিয়ে করতে হবে?

জানতে চাইলে দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত