করোনায় আক্রান্ত ও মৃত্যু দুটোই কমল

| আপডেট :  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৭  | প্রকাশিত :  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৭

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে। ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১৮ লাখ ৮৮ হাজার ৪২০ জন। এ নিয়ে মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা যথাক্রমে ৫৮ লাখ ২৮ হাজার ৪৫৪ এবং ৪১ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৮৭৯ জন।

গত একদিনের সুস্থতার সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৪৬৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৮২৯ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে রাশিয়া। আর মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

রাশিয়াতে নতুন করে ২লাখ ৩ হাজার ৭৬৬ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৭২৯ জনের। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৫৬০ এবং ৩ লাখ ৩৯ হাজার ৫৪২ জন।

অন্যদিকে যুক্তরাজ্যে গত একদিনে নতুন করে ৮৭৩ জনের মৃত্যুর পাশাপাশি নতুন করে ৫৯ হাজার ৫৭৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিকে দিয়ে শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯২ লাখ ৯৩ হাজার ৯২৪ এবং ৯ লাখ ৪২ হাজার ৯৪৪ জনে।

প্রতিদিনের মতো আজও করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা দেশের তালিকায় রয়েছে- ভারত, ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, পোল্যান্ড, মেক্সিকো ও ইউক্রেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত