আইপিএলের মেগা নিলাম: কে কোন দলে ও দলগুলোর অবস্থান

| আপডেট :  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০  | প্রকাশিত :  ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০

আইপিএলের ১৫তম আসরের মেগা নিলাম শেষ। দশ ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকেই নিজেদের পছন্দমতো খেলোয়াড়দের নিয়েছে। বাংলাদেশ থেকে পাঁচজনের তালিকা থাকলেও দল পেয়েছেন শুধু মোস্তাফিজুর রহমান। মুম্বাই, সানরাইজার্সের পর এবার নতুন দল দিল্লি ক্যাপিটালস। প্রথমদিনের নিলামের পর দ্বিতীয় দিনেও অবিক্রীত রইলেন সাকিব। অন্য ক্রিকেটারদের নামই তোলা হয়নি নিলামে।



নিলামে সর্বোচ্চ ১৫.২৫ কোটি রুপিতে ঈশান কিষানকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন দীপক চাহার। তাকে চেন্নাই দলে ভিড়িয়েছে ১৪ কোটিতে। তৃতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন কলকাতার শ্রেয়াস আইয়ার। তাকে নিতে নাইটদের খরচ ১২.২৫ কোটি। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো বেবি এবি খ্যাত ডেওয়াল্ড ব্রেভিসকে ৩ কোটিতে দলে নিয়েছে মুম্বাই। দ্বিতীয় দিনের নিলামে চোখ কপালে তোলার মতো দাম পেয়েছেন সিঙ্গাপুরের টিম ডেভিড। তাকে ৮.২৫ কোটিতে দলে ভিড়িয়েছে মুম্বাই।

 

 

 

 

 



 

 

 

 

 

 

তবে দল না পাওয়ার তালিকায় কিছু নাম বেশ অবাক করেছে। আইপিএলের নিলামে দল পাননি সাকিব আল হাসান, সুরেশ রায়না, স্টিভেন স্মিথ, মোহাম্মদ নবি, উমেশ যাদব, আদিল রশিদ, মুজিব উর রহমান, ইমরান তাহির, অ্যাডাম জাম্পা, ডাওয়িড মালান, মারনাস লাবুশেন, এউইন মরগান, অ্যারন ফিঞ্চ, চেতেশ্বর পূজারা, জিমি নিশাম, তাবরাইজ শামসি, ইশ শোধি, রাসি ফন ডার ডুসেন, মার্টিন গাপটিল, বেন কাটিং, ডেভিড ভিজা, ডেভিড উইলি, কলিন মুনরোর মতো খেলোয়াড়রা।

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

নিলাম পর্ব শেষে কে কোন দলে সেই তালিকায় চোখ বুলিয়ে নেয়া যাক-

চেন্নাই সুপার কিংস
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি রুপি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি রুপি), মঈন আলী (৮ কোটি রুপি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি রুপি), রবিন উথাপ্পা (২ কোটি রুপি), ডোয়াইন ব্রাভো (৪.৪০ কোটি রুপি), আম্বাতি রায়াডু (৬.৭৫ কোটি রুপি), দীপক চাহার (১৪ কোটি রুপি), কেএম আসিফ (২০ লাখ রুপি), তুষার দেশপান্ডে (২০ লাখ রুপি), শিভম দুবে (৪ কোটি রুপি), মহেশ থীকসানা (৭০ লাখ রুপি), রাজবর্ধন হাঙ্গারগেকার (১.৫০ কোটি রুপি), সিমারজিত সিং (২০ লাখ রুপি), ডেভন কনওয়ে (১ কোটি রুপি), ডোয়াইন প্রিটোরিয়াস (৫০ লাখ রুপি), মিচেল স্যান্টনার (১.৯০ কোটি রুপি), অ্যাডাম মিলনে (১.৯০ কোটি রুপি), শুভ্রান্সু সেনাপতি (২০ লাখ রুপি), মুকেশ চৌধুরী (২০ লাখ রুপি), প্রসান্থ সলাঙ্কি (১.২০ কোটি রুপি), হরি নিশান্থ (২০ লাখ রুপি), এন জগদীশান (২০ লাখ রুপি), ক্রিস জর্ডান (৩.৬ কোটি রুপি), ভগত বার্মা (২০ লাখ রুপি)

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

 

কলকাতা নাইট রাইডার্স
আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি রুপি), বরুণ চক্রবর্তী (৮ কোটি রুপি), সুনীল নারিন (৬ কোটি রুপি), প্যাট কামিন্স (৭.২৫ কোটি রুপি), শ্রেয়াস আইয়ার (১২.২৫ কোটি রুপি), নিতিশ রানা (৮ কোটি রুপি), শিভম মাভি (৭.২৫ কোটি রুপি), শেলডন জ্যাকসন (৬০ লাখ রুপি), আজিঙ্কা রাহানে (১ কোটি রুপি), রিঙ্কু সিং (৫৫ লাখ রুপি), অনকুল রয় (২০ লাখ রুপি), রাসিক সালাম (২০ লাখ রুপি), বাবা ইন্দ্রজিত (২০ লাখ রুপি), চামিকা করুনারত্নে (৫০ লাখ রুপি), আভিজিৎ তমার (৪০ লাখ রুপি), প্রথম সিং (২০ লাখ রুপি), অশোক শর্মা (৫৫ লাখ রুপি), স্যাম বিলিংস (২ কোটি রুপি), অ্যালেক্স হেলস (১.৫ কোটি রুপি), টিম সাউদি (১.৫ কোটি রুপি), রমেশ কুমার (২০ লাখ রুপি)

 

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

 

 

মুম্বাই ইন্ডিয়ানস
রোহিত শর্মা (১৬ কোটি রুপি), জাসপ্রিত বুমরাহ (১২ কোটি রুপি), সূর্যকুমার যাদব (৮ কোটি রুপি), কিরন পোলার্ড (৬ কোটি রুপি), ঈশান কিষান (১৫.২৫ কোটি রুপি), ডেওয়াল্ড ব্রেভিস (৩ কোটি রুপি), বাসিল থাম্পি (৩০ লাখ রুপি), মুরগান অশ্বিন (১.৬ কোটি রুপি), জয়দেব উনাদকাত (১.৩০ কোটি রুপি), মায়াঙ্ক মারকান্ডে (৬৫ লাখ রুপি), তিলক বার্মা (১.৭০ কোটি রুপি), সঞ্জয় যাদব (৫০ লাখ রুপি), জফরা আর্চার (৮ কোটি রুপি), ড্যানিয়েল সামস (২.৬০ কোটি রুপি), টাইমালস মিলস (১.৫০ কোটি রুপি), টিম ডেভিড (৮.২৫ কোটি রুপি), রাইলি মেরেডিথ (১ কোটি রুপি), মোহাম্মদ আরশাদ (২০ লাখ রুপি), আলমলপ্রিত সিং (২০ লাখ রুপি), রমনদীপ সিং (২০ লাখ রুপি), রাহুল বুদ্ধি (২০ লাখ রুপি), রিতিক শকিন (২০ লাখ রুপি), অর্জুন টেন্ডুলকার (৩০ লাখ রুপি)

 

 

 

 

 

 

 

 



 

 

 

 

 

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিরাট কোহলি (১৫ কোটি রুপি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি রুপি), মোহাম্মদ সিরাজ (৭ কোটি রুপি), ফাফ ডু প্লেসি (৭ কোটি রুপি), হার্শাল প্যাটেল (১০.৭৫ কোটি রুপি), ওয়ানিন্দু হাসারাঙ্গা (১০.৭৫ কোটি রুপি), দীনেশ কার্তিক (৫.৫ কোটি রুপি), জশ হ্যাজলউড (৭.৭৫ কোটি রুপি), শাহবাজ আহমেদ (২.৪০ কোটি রুপি), অনুজ রাওয়াত (৩.৪০ কোটি রুপি), আকাশ দীপ (২০ লাখ রুপি), মাহিপাল লমরোর (৯৫ লাখ রুপি), ফিন অ্যালেন (৮০ লাখ রুপি), শেরফান রাদারফোর্ড (১ কোটি রুপি), জেসন বেহরেনড্রফ (৭৫ লাখ রুপি), শুয়াস প্রভুদেশাই (৩০ লাখ রুপি), চন্মা মিলিন্দ (২৫ লাখ রুপি), অনীশ্বর গৌতম (২০ লাখ রুপি), কার্ন শর্মা (৫০ লাখ রুপি)

 

 

 

 

 

 

 

 



 

 

 

 

 

সানরাইজার্স হায়দরাবাদ
কেইন উইলিয়ামসন (১৪ কোটি রুপি), আবদুল সামাদ (৪ কোটি রুপি), উমরান মালিক (৪ কোটি রুপি), ওয়াশিংটন সুন্দর (৮.৭৫ কোটি রুপি), নিকোলাশ পুরান (১০.৭৫ কোটি রুপি), থাঙ্গারাসু নাটারজন (৪ কোটি রুপি), ভুবেনশ্বর কুমার (৪.২০ কোটি রুপি), প্রিয়াম গার্গ (২০ লাখ), রাহুল ত্রিপাঠি (৮.৫০ কোটি রুপি), অভিষেক শর্মা (৬.৫০ কোটি রুপি), কার্তিক তিয়াগি (৪ কোটি রুপি), শ্রেয়াস গোপাল ( ৭৫ লাখ রুপি), জগদীশ সুচিথ (২০ লাখ রুপি), এইডেন মার্করাম (২.৬০ কোটি রুপি), মার্কো জানসেন (৪.২০ কোটি রুপি), রোমারিও শেফার্ড (৭.৭৫ কোটি রুপি), শেন অ্যাবট (২.৪০ কোটি রুপি), আর সামার্থ (২০ লাখ রুপি), শশাঙ্ক সিং (২০ লাখ রুপি), সৌরভ দুবে (২০ লাখ রুপি), বিনোদ (৫০ লাখ রুপি), গ্লেন ফিলিপস (১.৫ কোটি রুপি), ফজল হক ফারুকি (৫০ লাখ রুপি)

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

পাঞ্জাব কিংস
মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি রুপি), অর্শদীপ সিং (৪ কোটি রুপি), শিখর ধাওয়ান (৮.২৫ কোটি রুপি), কাগিসো রাবাদা (৯.২৫ কোটি রুপি), জনি বেয়ারস্টো (৬.৭৫ কোটি রুপি), রাহুল চাহার (৫.২৫ কোটি রুপি), শাহরুখ খান (৯ কোটি রুপি), হারপ্রীত ব্রার (৩.৮ কোটি রুপি), প্রবশিমরান সিং (৬০ লাখ রুপি), জিতেশ শর্মা (২০ লাখ রুপি), ইশান পোরেল (২৫ লাখ রুপি), লিয়াম লিভিংস্টন (১১.৫ কোটি রুপি), ওদিয়েন স্মিথ (৬ কোটি রুপি), সনদীপ শর্মা (৫০ লাখ রুপি), রাজ বাওয়া (২ কোটি রুপি), রিশি ধাওয়ান (৫৫ লাখ রুপি), প্রেরাক মানকাড (২০ লাখ রুপি), ভৈবভ অরোরা (২ কোটি রুপি), রিতিক চ্যাটার্জি (২০ লাখ রুপি), বালতেজ ধান্দা (২০ লাখ রুপি), আন্স প্যাটেল (২০ লাখ রুপি), নাথান এলিস (৭৫ লাখ রুপি), অথর্ব তৈরে (২০ লাখ রুপি), ভানুকা রাজাপাকসে (৫০ লাখ রুপি), বেনি হাওয়েল (৪০ লাখ রুপি)

 

 

 

 

 



 

 

 

 

 

 

রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসন (১৪ কোটি রুপি), জস বাটলার (১০ কোটি রুপি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি রুপি), রবিচন্দ্রন অশ্বিন (৫ কোটি রুপি), ট্রেন্ট বোল্ট (৮ কোটি রুপি), শিমরন হেইটমায়ার (৮.৫০ কোটি রুপি), দেবদূত পাড়িকল (৭.৭৫ কোটি রুপি), প্রাসিধ কৃষ্ণা (১০ কোটি রুপি), যুজবেন্দ্র চাহাল (৬.৫০ কোটি রুপি), রিয়ান পরাগ (৩.৮০ কোটি রুপি), কেসি কারিআপ্পা (৩০ লাখ রুপি), নবদীপ সাইনি (২.৬০ কোটি রুপি), ওবেদ ম্যাকয় (৭৫ লাখ রুপি), আরুনয় সিং (২০ লাখ রুপি), কুলদীপ সেন (২০ লক্ষ রুপি), করুন নায়ার (১.৪ কোটি রুপি), ধ্রুব জুরেল (২০ লাখ রুপি), তেজাস বারোকা (২০ লাখ রুপি), কুলদীপ যাদব (২০ লাখ রুপি), শুভম গারোয়াল (২০ লাখ রুপি।

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

দিল্লি ক্যাপিটালস
রিশভ পান্থ (১৬ কোটি রুপি), অক্ষর প্যাটেল (৯ কোটি রুপি), পৃথ্বী শ (৭.৫ কোটি রুপি), আনরিক নরকিয়া (৬.৫ কোটি রুপি), ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি রুপি), মিচেল মার্শ (৬.৫০ কোটি রুপি), শার্দুল ঠাকুর (১০.৭৫ কোটি রুপি), মুস্তাফিজুর রহমান (২ কোটি রুপি), কুলদীপ যাদব (২ কোটি রুপি), অশ্বিন হেব্বার (২০ লাখ রুপি), সরফরাজ খান (২০ লাখ রুপি), কমলেশ নাগারকটি (১.১০ কোটি রুপি), কেএস ভারাত (২ কোটি রুপি), মানদীপ সিং (১.১০ কোটি রুপি), খলিল আহমেদ (৫.২৫ কোটি রুপি), চেতন সাকারিয়া (৪.২০ কোটি রুপি), ললিত যাদব (৬৫ লাখ রুপি), ইয়াশ ঢুল (৫০ লাখ রুপি), রোভমান পাওয়েল (২.৮০ কোটি রুপি), প্রবিন ডুবে (৫০ লাখ রুপি), লুঙ্গি এনগিডি (৫০ লাখ রুপি), টিম সেইফার্ট (৫০ লাখ রুপি)

 

 

 

 

 



 

 

 

 

 

গুজরাট টাইটানস
হার্দিক পান্ডিয়া (১৫ কোটি রুপি), রশিদ খান (১৫ কোটি রুপি), শুভমন গিল (৮ কোটি রুপি), মোহাম্মদ শামি (৬.২৫ কোটি রুপি), জেসন রয় (২ কোটি রুপি), লোকি ফার্গুসন (১০ কোটি রুপি), অভিনব মনোহর (২.৬০ কোটি রুপি), রাহুল তেওয়াটিয়া (৯ কোটি রুপি), নুর আহমেদ (৩০ লাখ রুপি), সাই কিশোর ( ৩ কোটি রুপি), ডমিনিক ড্রেকস (১.১০ কোটি রুপি), জয়ন্ত যাদব (১.৭০ কোটি রুপি), বিজয় শঙ্কর (১.৪ কোটি রুপি), দর্শন নালকান্দে (২০ লাখ রুপি), ইয়াশ দয়াল (৩.২০ কোটি রুপি), আলজারি জোসেফ (২.৪০ কোটি রুপি)‌, প্রদিপ সাঙ্গয়ান (২০ লাখ রুপি), ডেভিড মিলার (৩ কোটি রুপি), ঋদ্ধিমান সাহা (১.৯ কোটি রুপি), ম্যাথু ওয়েড (২.৪ কোটি রুপি), গুরক্রীত সিং (৫০ লাখ রুপি), বরুণ অ্যারন (৫০ লাখ রুপি)

 

 

 

 

 



 

 

 

 

 

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
লোকেশ রাহুল (১৭ কোটি রুপি), মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি), রবি বিষ্ণয় (৫ কোটি রুপি),কুইন্টন ডি কক (৬.৭৫ কোটি রুপি), মানিশ পান্ডে (৪.৬০ কোটি রুপি), জেসন হোল্ডার (৮.৭৫ কোটি রুপি), দিপক হুদা (৫.৭৫ কোটি রুপি), ক্রুনাল পান্ডিয়া (৮.২৫ কোটি রুপি), মার্ক উড (৭.৫০ কোটি রুপি), আবেশ খান (১০ কোটি রুপি), আনকিত রাজপুত (৫০ লাখ রুপি), কৃষ্ণাপ্পা গৌতম (৯০ লাখ রুপি), দুশমন্থ চামিরা (২ কোটি রুপি), শাহবাজ নাদীম (৫০ লাখ রুপি), মানান ভোহরা (২০ লাখ রুপি), মহসিন খান (২০ লাখ রুপি), আয়ুশ বাদোনি (২০ লাখ রুপি), কাইল মায়ার্স (৫০ লাখ রুপি), কার্ন শর্মা (২০ লাখ রুপি), এভিন লুইস (২ কোটি রুপি), মায়াঙ্ক যাদব (২০ লাখ রুপি)

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত