পটুয়াখালীতে স্কুলছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবি যুবকের

| আপডেট :  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৫  | প্রকাশিত :  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৫

পটুয়াখালীতে স্কুলছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করছে যুবক

মো ইমরান হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকা থেকে ১০ম শ্রেনীর এক স্কুলছাত্রীকে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। এমন অভিযোগ উঠেছে মোঃ রাসেল মৃধা (২২) ও মোঃ দুধা মৃধা(৪৫) গ্যাংদের বিরুদ্ধে।

 

 

 

 

 



 

 

 

 

 

মেয়েকে উদ্ধারের জন্য তার অসহায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে পটুয়াখালী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সহায়তা চেয়েছেন।

অপহরণের ঘটনায় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ওই স্কুল ছাত্রীর মা পারভিন বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলায় মোঃ রাসেল মৃধাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরো দুই জনকে আসামি করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

অপহৃত স্কুল ছাত্রীর নাম মোসাঃ মৌসুমী আক্তার (১৩)। সে রাঙ্গাবালী উপজেলার চর ইমারশন এলাকার মৃত্যু মোঃ আলাউদ্দিনের মেয়ে এবং স্থানীয় ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী সে।

অভিযুক্ত মোঃ রাসেল মৃধা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মোঃ দুধা মৃধার ছেলে।

 

 

 

 

 

 



 

 

 

 

 

স্কুল শিক্ষার্থীর মা পারভিন বেগম জানান, বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে আমার মেয়ে বই-পুস্তক নিয়ে স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। এর আগে আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায় সময় প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছিলো রাসেল মৃধা। বিষয়টি আমার মেয়ে আমাকে জানালে আমি তার অবিভাবকের জানাই। এতে রাসেল আরো ক্ষিপ্ত হয় ওঠেন। বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করেছে রাসেল গংরা। থানায় মামলা হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে আমাকে। (০১৯৪৫১৫৯৭০৯) নাম্বার থেকে আমার মোবাইলে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন রাসেল। এসময় আমার মেয়ের সাথে কথা বলতে চাইলে একটু কথা বলার পরে ফোন কেড়ে নিয়ে রাসেল। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।

এবিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জগলুল হায়দার বলেন, এবিষয়ে থানায় একটি অপহরণ মামলা হয়েছে। আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত