গৌরীপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

| আপডেট :  ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৪  | প্রকাশিত :  ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩২

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর অফিস চত্বরে বুধবার (১৬ ফেব্রুয়ারী)প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজিমুল ইসলামের সভাপতিত্বে ও উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী,গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ প্রমুখ।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজিমুল ইসলাম।
উপজেলা প্রাণি সম্পদ আঙ্গিনায় প্রদর্শনীতে উপজেলার ৫০টি খামারের স্টলে উন্নত প্রজাতির গরু, ছাগল, ভেড়া, কবুতর,শৌখিন কবুতর,ময়না,টিয়,ঘুঘু সহ বিভিন্ন প্রকার প্রজাতির প্রাণী স্থান পায়।
বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত