মেট্রো গার্মেন্টেস এ শ্রমিকদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রামারবাগ এলাকায় অবস্থিত মেট্রো গার্মেন্টেস এর শ্রমিকদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচী করা হলো।
উক্ত গার্মেন্টেসের মেডিকেল অফিসার ও সতীর্থ-৯২ এর সমন্নয়ক ডাঃ ফারজানার
তত্ত্বাবধানে ক্যাম্পেইনটা শুরু হয়েছে। দুটি মানবিক সংগঠন তাদের এই কাজে
সহযোগিতা করেছে। কাশীপুর ব্লাড ডোনেশন ও হোসাইনীনগর ফ্রেন্ডস ক্লাব তাদের
সেচ্ছাসেবীদের নিয়ে শ্রমিকদের রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ শুরু করেন সকাল
থেকে।
এই মহতী কাজের আয়োজনে ছিলো সতীর্থ-৯২ গ্রুপ। সহযোগিতায় ছিলো হোসাইনীনগর
ফ্রেন্ডস ক্লাব।
ডাঃ ফারজানা বলেন, তাদের এই কর্মসূচী চলমান। তারা এই গার্মেন্টের সকল শ্রমিকের রক্তের গ্রুপ নির্ণয় করে দিবেন। আজকের এই মানবিক কাজে ছিলেন হাজী মোঃ সোহেল রানা, নুরুজ্জামান রনি, নাঈম দেওয়ান জয়, সতীর্থ- ৯২ এর ডাঃ ফারজানা, মোঃ সেলিম, সেনিয়া, মুহাম্মদ তামিম,হামিদ শুভ আরো অনেকে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত