আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ
সার্চ কমিটিতে দলীয়ভাবে নাম না দিলেও অন্যের মাধ্যমে ঠিকই নাম দিয়েছে বিএনপি। সার্চ কমিটিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী যে নাম দিয়েছেন সেটাই বিএনপির দেয়া নাম বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে খুলনা বিভাগ আওয়ামী লীগের সাংগঠনিক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় হানিফ আরও বলেন, ‘বিএনপি সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে।’ আমরা তো জানতাম ডা. জাফরুল্লাহ খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি যদি নাম দেন, সেই নামটা কি বিএনপির পক্ষ থেকে দেয়া হয় না? সেটাই কি বিএনপির নাম নয়? এছাড়া জাফরুল্লাহ চৌধুরীর নাম প্রস্তাবকে বিএনপির ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেন হানিফ।
বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, এরই মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা হয়েছে। আমাদের নেত্রী সেখানে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। সেই আলোকে আজকের এই ভার্চুয়াল সভা। মূল লক্ষ্যটা হচ্ছে, তৃণমূল পর্যায়ে নেত্রীর যে নির্দেশনা ছিল- সম্মেলন করা, সংগঠনকে নতুন করে ঢেলে সাজানো।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত