ফলের দোকানে আগুন লেগে প্রাণ গেল কিশোরের

| আপডেট :  ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০১  | প্রকাশিত :  ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০১

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফলের দোকানে বৈদ্যতিক শর্টশার্কিটের আগুনে আবু রায়হান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

 

 

 



 

 

 

 

নিহত আবু রায়হান বাকতা গ্রামের মো. রজব আলীর ছেলে। সে ওই ফলের দোকানে কর্মচারী হিসাবে কাজ করতেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) দ্বিবাগত ভোররাতে পৌর শহরের হাজি রোড মো.শহিদুল ইসলামের দোকানে এই ঘটনা ঘটে। রবিবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যার পর ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোল্লা জাকির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

 

 

 

 



 

 

 

 

 

তিনি আরও বলেন, ঘটনার দিন রাতে রায়হান রাতে ফলের দোকানেই ঘুমায়। ভোররাতে বৈদ্যতিক শর্টশার্কিটে ফলের দোকানে আগুন লাগার পর স্থানীয়রা নিভিয়ে ফেলেন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

 

 

 

 

 



 

 

 

 

 

তিনি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আগুনের পোড়া ক্ষত রয়েছে এবং আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বলে ধারণা করা হচ্ছে। তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত