দুমকিতে অফিসার ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন
জুবায়ের ইসলাম, দুমক(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন কর্তৃক ২১ফেব্রুয়ারী বেলা ১১টায় উপজেলা চত্তরে অফিসার ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর-রশীদ হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি হোসনেয়ারা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর-রশীদ হাওলাদার বলেন, অফিসারদের সারাদিন কাজ শেষে ক্লান্তি দূরকরার জন্য অফিসারবৃন্দ ক্লাবে এসে আনন্দ বিনোদনের মাধ্যমে সতেজতা ফিরে পাবে বলে আমার বিশ্বাস।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত