লক্ষ্মীপুরের কমলনগরে একুশের প্রথম প্রহরে হাজারো মানুষের শ্রদ্ধাঞ্জলি
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৫
| প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৫
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: মহান একুশের প্রথম প্রহরে লক্ষ্মীপুর কমলনগরে হাজার মানুষের পদভারে মুখরিত হয় কমলনগর উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন।
রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) পূদম পুস্প চাকমাসহ উপজেলার সকল কর্মকতা,উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি ও ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কমলনগর থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, রামগতি ও কমলনগর আসনের মাননীয় সংসদ সদস্য মেজর ( অব) আবদুল মান্নান পক্ষে কমলনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বিকল্পধারার উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিক মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন নাহার লাইলী পক্ষে তোরাবগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আশ্রাফুজ্জামান রাসেল,উপজেলা আওয়ামী লীগ পক্ষে উপজেলা সভাপতি এ কে এম নুরুল আমিন মাষ্টার ও সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু, আওয়ামী যুবলীগের পক্ষে উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি ও ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কৃষক লীগের পক্ষে ডাঃ হারুনুর রশিদ ও মোস্তাফিজ মেম্বার,শ্রমিকলীগের পক্ষে মোশাররফ হোসেন রাসেল, বিকল্পধারার পক্ষে মোঃ ছিদ্দিক মিয়া, জাতীয় পার্টি পক্ষে ইমামুজ্জামান বাশার,জেএসডি পক্ষে অধ্যক্ষ আবদুল মোতালেব ও খোরশেদ আলম, বাসদ পক্ষে ফিরুজ আলম।
এছাড়াও কমলনগর প্রেসক্লাব পক্ষে সহ সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ সাধারণ সম্পাদক এ আই তারেক ও কার্যনির্বাহী সদস্য অহিদুর রহমান মানিক, কমলনগর রিপোর্টার্স ক্লাব পক্ষে সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব ও নুর হোসেন, হাজির হাট বনিক সমিতি পক্ষে সভাপতি সৈয়দ আইউব আলী ও সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন পক্ষে ওমর ফারুক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিবৃন্দ ফুলের ডালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায় ভাষা শহীদদের। এ সময় ফুলেল শ্রদ্ধাঞ্জলিতে শহীদ বেদী কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত