সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৩ সেনা নিহত
সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিন সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির রাজধানী দামেস্কে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা। সিরিয়ার অভ্যন্তরে চলতি মাসে ইসরায়েলি বাহিনীর এটি চতুর্থ হামলার ঘটনা। এ সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে জানিয়েছে সানা।
সিরিয়ার আকাশ প্রতিরক্ষা কর্তৃপক্ষ হামলাগুলো শনাক্ত করতে সক্ষম হওয়ায় ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তারা। ইরান সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে বেশ কয়েকমাস ধরেই অভিযানে নেমেছে ইসরায়েল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত