কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে আক্রমণ চালাবে রাশিয়া: ব্লিংকেন
কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাতে পারে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।
ব্লিংকেন বলেন, ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করা দুটি অঞ্চলে রাশিয়ার সহায়তা চেয়েছেন বিচ্ছিন্নতাবাদীরা। তাদের সহায়তা দিতে যেকোন সময় ইউক্রেনে আক্রমণ চালাবে রাশিয়া। রাশিয়া সেনা বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রও ছাড় দেবেনা। তবে ইউরোপকে যুদ্ধের মুখ থেকে ফেরাতে এখনো কূটনীতির পথ খোলা আছে বলে জানান তিনি।
এদিকে ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়ার নেতারা অনুমোদন দিয়েছেন বলে দাবি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ইউরোপে বড় যুদ্ধের শঙ্কা জানিয়ে তিনি বলেন, যেকোন হামলার জবাব দিতে প্রস্তুত তারা।
দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১০টা নাগাদ এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে পাস হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার আগামী ৩০ দিনের জন্য এ জরুরি অবস্থা কার্যকর হবে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে জরুরি অবস্থা জারির ফলে দেশটির জনসাধারণের ব্যক্তিগত নথিপত্র পরীক্ষা করা যাবে। এ ছাড়া জরুরি অবস্থা সংক্রান্ত বিল পাসের মাধ্যমে ইউক্রেন সরকার কারফিউ জারির ক্ষমতা পেয়েছে।
এছাড়া স্থানীয় সময় বুধবার গভীর রাতে টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ‘ইউক্রেনের সীমান্তে প্রায় দুই লাখ সৈন্য এবং হাজার হাজার যুদ্ধযান’ মোতায়েন করেছে।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে রুশ কর্তৃপক্ষ। বেশ কয়েকটি সাইবার হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে কিয়েভের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো। ঘন ঘন বিস্ফোরণে কেঁপে উঠছে দোনেস্ক ও লুহানস্ক।
ইউক্রেন ইস্যুতে আজ আবারও আলোচনায় বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত