বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্ম পরিচয় নিয়ে কটাক্ষ, শিক্ষকের বহিস্কার দাবি

| আপডেট :  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯  | প্রকাশিত :  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জন্ম পরিচয় নিয়ে কটাক্ষ করায় ফেসবুক লাইভে এসে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শামীম সিদ্দিকী নামে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ফেইসবুক লাইভে এসে ঘটনার ব্যাখ্যা করে ১০ টি ঘুমের ট্যাবরেট খায় ওই শিক্ষার্থী।

এই ঘটনার পর থেকে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বহিস্কারের দাবিতে ক্যাম্পাস প্রাঙ্গনে টায়ার জালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করছেন।

শামীম সিদ্দিকী ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র। অভিযুক্ত ড. শেখ মেহেদি হাসান একই বিভাগের শিক্ষক।

সুত্র জানায়, শামীম সিদ্দিকীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী এসাইনম্যান্ট নিয়ে ড. মেহেদী হাসানের কাছে যায়। এ সময় ড. মেহেদী হাসান তাকে জিজ্ঞাসা করে? তোমার বাবা কি করেন, পদ কি, বয়স কতো, সবশেষে তার জন্মের পরিচয় নিয়েও কটাক্ষ করেন। এমনকি ছাত্র রাজনীতি করে এই বিভাগে লাভ হবে না।

এরপর ওই শিক্ষার্থী ক্ষোভে ফেসবুক লাইভে ওসে ১০ ঘুমের ট্যাবলেট খায়।পরে সহপাঠিরা ফেসবুকে বিষয়টি অবগত হয়ে তাকে উদ্ধার করে ত্রিশালের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।

এ বিষয়ে জানতে শিক্ষক ড. শেখ মেহেদি হাসানের নাম্বারে একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ দেখায়।

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা বলেন, আগে শিক্ষার্থীকে সুস্থ করে তুলি পরে অন্য বিষয় নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, প্রথমে আমরা আমাদের শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করে সুস্থ করে তুলি। এরপর এর বিষয়ে শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত