‘রুশ সেনারা বেলারুশ থেকে ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে’
বেলারুশে অবস্থান করা রাশিয়ার সেনারা ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্য এই তথ্য জানিয়েছে।
‘গোয়েন্দা আপডেট’ শিরোনামে যুক্তরাজ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। স্থল, জল এবং আকাশসীমা ব্যবহার করে রাশিয়া এই হামলা চালিয়েছে। তারা ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো টার্গেট করেছে।
হামলায় উভয়পক্ষের ব্যাপক সংখ্যক প্রাণহানি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। যদিও গোয়েন্দা তথ্যে সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।
ইউক্রেনের রাজধানী থেকে বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, রুশ সেনারা রাজধানী কিয়েভ থেকে ২০ মাইল দূরে আন্তোনভ বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।
বিমান ঘাঁটির কাছাকাছি এলাকা থেকে করা মার্কিন গণমাধ্যম সিএনএনের লাইভ রিপোটিং চলার সময় রুশ প্যারাট্রুপারদের চোখে পড়ছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা পাল্টা হামলা চালিয়েছে।
তবে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, যারা যা ধারনা করেছিলেন রুশ সৈন্যরা তা চেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত