উত্তেজনার মধ্যে ইমরান খানের রাশিয়া সফর নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের এই সফর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি জানানো প্রতিটি ‘দায়িত্বশীল’ দেশের দায়িত্ব বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বুধবার বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তার অবস্থান সম্পর্কে জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্ধারিত মস্কো সফরের ব্যাপারে প্রশ্ন করা হলে নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে জানান, আমরা ইউক্রেনের ওপর নতুন করে শুরু হওয়া রুশ আগ্রাসনের ব্যাপারে আমাদের অবস্থান জানিয়েছি এবং যুদ্ধের বিষয়ে কূটনীতি অনুসরণ করার জন্য আমাদের প্রচেষ্টার বিষয়ে আমরা তাদের জানিয়েছি।
ইমরান খানের এই সফর গুরুত্বপূর্ণ। কারণ দুই দশক পর পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান রাশিয়া সফরে গিয়েছেন।
পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তিক্ত সম্পর্ক ছিল পাকিস্তানের। আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত ফৌজের প্রবেশের পর যুক্তরাষ্ট্রের মাধ্যমে মুজাহিদ গেরিলাদের সাহায্যের বন্দোবস্ত করেছিল পাকিস্তান।
পরবর্তী সময়ে সোভিয়েতের পতনের পরে মস্কোর অনেকটাই কাছাকাছি এসেছে ইসলামাবাদ। পাকিস্তানের বন্ধুদেশ চীন ইতিমধ্যেই ইউক্রেন বিতর্কে মস্কোর পাশে দাঁড়িয়েছে।
ইমরানের মস্কোর সফরে ‘পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইন’ প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পে ভারত-পাক সীমান্তবর্তী কাসুর থেকে বন্দরশহর করাচি পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপন করবে রাশিয়া।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত