ময়মনসিংহে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহ করেস পন্ডেন্ট: এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার ভালুকা উপজেলার মোঃজালাল ক্বারীর ছেলে মোঃসুমন মিয়া, বাগেরহাট জেলার বাদশা শেখের ছেলে মোঃসোহেল শেখ, কক্সবাজার জেলার ফরিদ আলমের ছেলে মোঃ জোনায়েদ আলম।
শুক্রবার (৪ মার্চ) ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার দ্বিবাগত মধ্যরাতে জেলার ভালুকা উপজেলার নিশিন্দা মান্নান সুপার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত