ইউক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত
ইউক্রেন থেকে ভারতীয়দের পাশাপাশি এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এ কথা জানান।
ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার চাপ কমায় এখন অন্য দেশের নাগরিকদের উদ্ধার সম্ভব হবে বলেও জানান তিনি।
এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ইউক্রেনের বিভিন্ন স্থানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিদের উদ্ধার করতে ভারতকে অনুরোধের কথা জানিয়েছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা সব সময় আমাদের প্রতিবেশীসহ অন্যদের সহযোগিতা করতে চাই। মাঠপর্যায় থেকে সাহায্যের অনুরোধ এলে আমরা তা বিবেচনা করি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে করে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে। ভারতীয়দের ফিরিয়ে আনার চাপ কমে আসছে। এখন অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার সম্ভব হবে।
উল্লেখ্য, ভারত ইউক্রেনে তাদের নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ পরিচালনা করছে। এর আগে ভারত ইয়েমেনে সশস্ত্র সংঘাতের সময় ভারতীয়দের পাশাপাশি বেশ কয়েকজন বাংলাদেশিকেও উদ্ধার করেছে। ২০২০ সালে চীনের উহানে করোনা মহামারি শুরুর পর ওই দেশ থেকেও বেশ কয়েকজন বাংলাদেশিকে ভারত তাদের ফ্লাইটে করে ফিরিয়ে এনেছিল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত