ইউকে সেচ্ছাসেবক দল নেতা নাসির উদ্দিনের ছোট ভাই আটক

| আপডেট :  ০৫ মার্চ ২০২২, ০৮:৫০  | প্রকাশিত :  ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৮

 

লন্ডন প্রবাসী ইউকে সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের ছোট ভাই নাহিদ আহমদ (২৭) লুটপাট ও হত্যার উদ্দেশ্যে হামলা মামলায় আটক হয়েছেন।

গত ২০ ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলা আদলতে এই মামলায় হাজিরা দিতে গেলে বিচারক নাহিদকে আটক করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এরআগে নবীগঞ্জের স্থানীয় ব্যক্তি জাহাঙ্গীর আলম গত ১২ ডিসেম্বর ২০২১ তারিখ ৩২৬ ও ৩০৭ ধারায় মামলাটি আদালতে দায়ের করেন।

লন্ডন প্রবাসী ইউকে সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের পরিবারের দাবি, নাছির উদ্দিন ইউকে সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ, যু্বলীগ ও ছাত্রলীগ নেতাসহ প্রশাসন তাদের পরিবারকে বিভিন্ন সময় নানান ভাবে হয়রানি করেন।

এছাড়াও পরিবারটি দাবি করেন, নাছির উদ্দিন লন্ডনে থাকলেও বিভিন্ন সময় পুলিশ এসে তার খোঁজ-খবর নেন। নাছির উদ্দিন দেশে ফিরবেন কখন সেসব বিষয়েও জানতে চায় স্থানীয় পুলিশ প্রশাসন।

নাছিরের পরিবারের দাবি, পুলিশ বলছে, নাছির বিদেশে বসে সরকারের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালাচ্ছে। নাছির দেশে ফিরলেই তাকে আটক করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত