পটুয়াখালীতে নদীতে নিখোঁজের চারদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

| আপডেট :  ০৬ মার্চ ২০২২, ০১:৫৫  | প্রকাশিত :  ০৬ মার্চ ২০২২, ০১:৫৫

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে লোহালিয়া নদীতে সাতার কাটতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী ইজাজুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (৬ মার্চ) সকাল ৯টায় সেহাকাঠী নদীতে স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ইজাজুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কল্লা গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে এবং রাজধানীর দক্ষিণখাল হলান ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ গত ৩ মার্চ দুপুরে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সেহাকাঠী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালালে কোন সন্ধান পাননি তারা।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত