বায়তুল আমান জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকায় বায়তুল আমান জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি শুক্রবার (২৫ ফেব্রয়ারী) গঠন করা হয়েছে। এতে সভাপতি আলহাজ্ব মহব্বত আলী চৌধুরী সবুর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আবুল মনসুর নির্বাচিত হন।
২১ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটিতে সহ-সভাপতি মো: নজমুল ফারুক, সহ-সভাপতি মো: আবুল মুনসুর, যুগ্ম সাঃ সম্পাদক মো: রফিকুল ইসলাম খান, যুগ্ম সাঃ সম্পাদক মো: জুলহাস উদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ মো: লিয়াকত আলী আকন্দ নির্বাচিত হয়েছেন।
সম্মানিত সদস্য নির্বাচিত হলেন আলহাজ্ব মোঃ শামসুল হক (পেশ ইমাম), মো: শাহজাহান খান, মো: নজরুল ইসলাম, আলহাজ্ব মো: আবুল হোসেন সরকার, মো: আবু সাঈদ, মো: আব্দুল আজিজ, মো: আনোয়ারুল হুদা, আলহাজ্ব মো: নুরুল ইসলাম, মো: সাইদুর রহমান লিটু, মো: জামাল উদ্দিন, মো: খোকন মিয়া, মো: শহীদুল ইসলাম শহীদ, মো: মাকসুদুল আলম স্বাধীন ও আলহাজ্ব মো: কামরুজ্জামান সুমন।
এডহক কমিটির আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু কাউছার চৌধুরী রন্টি, সদস্য মনিরুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম অপু, আব্দুল মান্নান, আবু কালাম ও কামাল উদ্দিন ৪ মার্চ নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত