দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দার ঝড়

| আপডেট :  ০৭ মার্চ ২০২২, ০২:১০  | প্রকাশিত :  ০৭ মার্চ ২০২২, ০২:১০

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ দুমকি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনকাল পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি ও দৈনিক খোলাকাগজ পত্রিকার দুমকি সংবাদদাতা মোঃ সাইদুর রহমান খান সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানি মূলক মামলার শিকার হয়েছেন।

 

 

 

 

 

 

 



 

 

 

 

 

গত ০৫/০৩/২২ ইং তারিখ শনিবার সকাল ৯.৩০ মিনিটের সময় দ্রব্য মূল্যের উর্ধ্ব গতির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশে অনান্য সংবাদ কর্মীদের সাথে সংবাদ সংগ্রহের জন্য উপজেলার জনতা কলেজ সংলগ্ন এলাকায় যান। সংবাদ সংগ্রহ শেষে যুবলীগ বিএনপির সমাবেশের প্রতিবাদে আয়োজিত কর্মসূচির সংবাদ সংগ্রহকালে একই স্থানে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ সৃষ্টি হয়। সংবাদ সংগ্রহ শেষে তিনি বাসায় চলে যান। পরে জানতে পারেন দুমকি থানায় একটি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে যে মামলায় তাকে আসামি করা হয়। এ ঘটনায় দুমকি এবং পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা নিন্দা জানান এবং অনতিবিলম্বে জনাব সাইদুর রহমানের নাম মামলা হতে প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত