ছিনতাইয়ের অপরাধে ২ কিশোরকে গ্রেফতার করে র‍্যাব

| আপডেট :  ০৭ মার্চ ২০২২, ০৬:৪৮  | প্রকাশিত :  ০৭ মার্চ ২০২২, ০৬:৪৭

ময়মনসিংহ করেস পন্ডেন্ট : ময়মনসিংহে ছিনতাইয়ের অপরাধে দুই কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
র‍্যাব -১৪। এ সময় চাকু ও ছিনতাইকৃত মোবাইল জব্দ করা হয়।

 

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের নিজকল্পা এলাকার মো. বাদল মিয়ার ছেলে মো. তানভীর (১৬) একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো৷ আব্দুস সালাম (১৬)।

সোমবার (৭ মার্চ) দুপুরে র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

এর আগে রবিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের নিজকল্পা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‍্যাাব-১৪’র মেজর আখের মুহম্মদ জয় বলেন, গত ২ জানুয়ারী নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় রাত ১০ দিকে গ্রেপ্তারকৃত দুই কিশোর আব্দুল্লাহ আল মামুনের বাসায় ডুকে হত্যার হুমকি দিয়ে ছিনতাই করে। এ ঘটনার পর গত ৫ মার্চ আব্দুল্লাহ আল মামুন র‍্যাাব-১৪’র কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লুষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত