ময়মনসিংহে দুই শিশুকে গলা কেটে হত্যা, মামার দুই দিনের রিমান্ড
ময়মনসিংহ করেস পন্ডেন্ট : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় মামা মাহবুব মিয়ার (২০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মাহবুব মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত সালাম মিয়ার ছেলে।
বুধবার (৯ মার্চ) বিকালে মাহবুব মিয়াকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলা হলে বিচারক রাজিব আহমেদ তালুকদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিক করেছেন কোর্ট ইন্সপেক্টর প্রসুন কান্তি দাস।
তিনি বলেন, পুলিশ মাহবুব মিয়ার ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে মঙ্গলবার (৮ মার্চ) বিকালে মাহবুব মিয়াকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তুলা হলে বিচারক বুধবার (৯ মার্চ) রিমান্ড শুনানীর দিন ধার্য করে মাহবুব মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত সোমবার (৭ মার্চ) রাতে নিহত শিশু তৃপ্তির বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, নিহতরা সম্পর্কে খালাতো বোন। প্রায় সাত থেকে আট দিন আগে তারা নানার বাড়ি বেড়াতে আসেন। ঘটনার দিন দুপুর পৌনে ১২টার দিকে মাহাবুব তার ২ ভাগনিকে ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। পরে এলাকাবাসী মাহাবুবকে ধাওয়া করলে সে স্থানীয় একটি মসজিদে গিয়ে অবস্থান নেন। পরে মসজিদের চারপাশ ঘেরাও করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাহবুবকে আটক করে।
নিহত শিশুরা হলো- নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে সায়মা (৫) এবং নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির মেয়ে তৃপ্তি (৩)।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত