চীনকে ‘ভয় দেখাল’ তাইওয়ান
ইউক্রেনে রাশিয়া যেভাবে হামলা চালিয়েছে চীন যদি তাইওয়ানের জন্য সেরকম কিছু ভেবে থাকে তবে বেইজিং ও তাইপেকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষামন্ত্রী চিও কুও-চং।
তাইওয়ানের সংসদ অধিবেশনে ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগেই সাংবাদিকদের এ কথা বলেন দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষামন্ত্রী। খবর বিবিসির।
চিও বলেন, যদি এখানে কোনো যুদ্ধ হয়, তবে নির্দ্বিধায় বলা যায়, সবার অবস্থা হবে অত্যন্ত করুণ; এমনকি বিজয়ীদের জন্যও।
তিনি বলেন, আমরা শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।
ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই একই ধরনের পরিণতির শঙ্কায় তাইওয়ানে উৎকণ্ঠা বাড়ছে।
বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং ইউক্রেন ও তাইওয়ানের সমস্যাগুলোর মধ্যে কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছিলেন।
তিনি বলেন, ইউক্রেন ইস্যু একটি আলোচিত বিষয়। আর তাইওয়ান প্রকৃতপক্ষে ইউক্রেন নয়। তাইওয়ান বরাবরই চীনের অবিচ্ছেদ্য অংশ। এটি অবিসংবাদিত আইনি ও ঐতিহাসিক সত্য।
চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবেই দেখে। এ কারণে দ্বীপটির কাছেই গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে সামরিক কার্যক্রম জারি রেখেছে চীন।
তবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই তাইপে চীনের দাবির তীব্র বিরোধী। তিনি তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবেই মনে করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত