গৌরীপুরের সার্ভেয়ার আতিয়ার রহমান আর নেই

| আপডেট :  ১০ মার্চ ২০২২, ১০:৩১  | প্রকাশিত :  ১০ মার্চ ২০২২, ১০:১৮

ময়মনসিংহ করেস পন্ডেন্ট : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আতিয়ার রহমান (৫৯) আর নেই। বৃহস্পতিবার (১০ মার্চ)সকাল ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন, (ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, এদিন সকালে পৌর শহরের নয়াপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন, হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করলে বাসায় ফিরে যান। ক্রমান্নয়ে পরিস্থিতি অবনতি হতে থাকলে পরিবারের লোকজন তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম নামাজে জানাজা দুপুর ২টায় উপজেলা পরিষদ প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

২য় জানাজা কুষ্টিয়া জেলার মিরপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক গভীর শোক প্রকাশ করে তার রেখে যাওয়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত