ফুলপুরে স্বামীর মৃত্যুর এক সপ্তাহ পর মারা গেলেন আহত স্ত্রী
ময়মনসিংহ করেস পন্ডেন্ট : ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে দ্বন্দ্বে স্বামীর মৃত্যুর এক সপ্তাহ পর আহত সেই নারী হনুফা খাতুন (৬০) মারা গেছেেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হনুফা খাতুন মারা গেছেন।
এর আগে গত ৪ মার্চ (শুক্রবার) ১০ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী নুর ইসলাম (৬৮) মারা যান।
নিহত নুর ইসলাম ও হনুফা খাতুন উপজেলার রহিমগজ্ঞ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নুর ইসলামের সঙ্গে তার ভাই পচন আলী ওরফে পছা মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার (৪ মার্চ) ঘটনার দিন সকালে পচন আলী পাঁচ থেকে ছয়জনকে নিয়ে নুর ইসলামের বাড়িতে ডুকে তাকে ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যান।
পরে স্থানীয়রা আহদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নুর ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে নুর ইসলাম মারা যান।
তিনি আরও বলেন, এই ঘটনায় নিহত নুর ইসলামের নাতি সেলিম মিয়া বাদী হয়ে ফুলপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার পরদিনই পুলিশ অভিযান চালিয়ে আসামী মাইন উদ্দিনকে (৩২) গ্রেফতার করে পুলিশ। পরদিন ৬ মার্চ (রবিবার) আদালতে তুলা হলে বিচারক তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।এখন মাইন উদ্দিন কারাগারে আছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত