পুতিনকে ভার্চুয়াল বৈঠকে যা বললেন জার্মান-ফ্রান্স প্রেসিডেন্ট
জার্মান চ্যান্সেরল ওলাফ স্কলজ ও ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন।
আর এই ভার্চুয়াল বৈঠকে অনতিবিলম্বে ইউক্রেনে যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ ও স্কলজ।
জার্মানির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পুতিনকে ওলাফ স্কলজ ও এমানুয়েল ম্যাক্রোঁ অনুরোধ করেছেন, রাশিয়া ও ইউক্রেন যেন আলোচনার মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটায়।
রাশিয়ান প্রেসিডেন্টের প্রতি তারা অনুরোধ করেছেন যেন তিনি তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। পুতিন তাদের এ অনুরোধ রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন।
রাশিয়া ও ইউক্রেনের এ যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বন্দর শহর মারিউপোল। এ শহরে যুদ্ধবিরতির চুক্তি করতে চেষ্টা চালাচ্ছেন বিশ্বনেতারা।
রেডক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিউপোলের অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে। খাবার ফুরিয়ে আসছে। পানি ফুরিয়ে আসছে। দ্রুত এ শহর থেকে মানুষকে বের করে নিয়ে যেতে হবে।
মারিউপোল থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে ইউক্রেন। তবে রাশিয়া এই শহরে যুদ্ধ বিরতি চুক্তি করতে আগ্রহী না।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত