‘পশ্চিমারা বিশ্বাসযোগ্য না, তারা যে কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে’
যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে আছে রাশিয়া।
তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন দেশটির অর্থনীতির তদারকি করছেন। পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞার ধকল তারা সামলাতে পারবেন।
তুরস্কে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন সের্গেই লাভরভ।
এ ব্যাপারে তিনি বলেন, আমরা এসব কিছুর সঙ্গে মানিয়ে নেব। আমাদের পুরো ইতিহাসে এরকম সমস্যা সঙ্গে মানিয়ে নিয়েছি।
রাশিয়া এবারের সমস্যা থেকে মনস্তাত্ত্বিকভাবে আরও শক্তিশালী ও ন্যায়বোধ সম্পন্ন হবে।
পশ্চিমাদের ওপর থেকে রাশিয়ার নির্ভরশীলতা কমিয়ে আনার ব্যাপারে লাভরভ বলেন, আমাদের বুঝতে বাকি নেই পশ্চিমারা বিশ্বাসযোগ্য না।
তিনি আরও বলেন, এটি (পশ্চিমারা) যে কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এবং নিজেদের নীতির সঙ্গেই বিশ্বাসঘাতকতা করবে।
আপনাদের আশ্বস্ত করছি আমরা এ সমস্যার সঙ্গে মানিয়ে নেব। আর জীবনের কোনো ক্ষেত্রে কোনোদিন পশ্চিমাদের ওপর নির্ভরশীল হব না।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত