৭ ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগের ভাইভার সূচি
৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (জেনারেল) পদে মোট ৭৭১ জন নিয়োগের (২০১৮ সাল ভিত্তিক) মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
লিখিত পরীক্ষায় পাস করা ২৪০৪ জন প্রার্থী এই পরীক্ষায় (ভাইভ) অংশ নেবেন। প্রার্থীদের ভাইভা শুরু হবে ২০ মার্চ থেকে, চলবে ৬ এপ্রিল পর্যন্ত।
সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন ২টি সেশনে সকাল ১১টা ও বিকাল ৩টা (রমজান মাসে দুপুর ২টা থেকে) এবং ২ এপ্রিল সকাল ১১টা ও দুপুর ২.৩০টা থেকে ভাইভা শুরু হবে।
ভাইভা হবে ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে (প্রধান ভবনের ৪র্থ তলায়)। রোল নম্বর অনুযায়ী ভাইভার সুনির্দিষ্ট তারিখ ও বিস্তারিত জানা যাবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd)।
উল্লেখ্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ব্যাংক (২৬৪টি পদ), জনতা ব্যাংক (১৩৯টি), রূপালী ব্যাংক (২১১টি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (১১৩টি), বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (৮টি), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (৩০টি) ও কর্মসংস্থান ব্যাংক (৬টি)।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত