‘কিয়েভে যে কোনো সময় হামলা’
ওলাদিমির আরও বলেন, তারা ভিন্ন কৌশল খুঁজছে। হামলা করার জন্য ভালো ও উপযুক্ত সময়ের অপেক্ষায় আছে।
তিনি আরও বলেন, তাই প্রতিঘণ্টা বেশ গুরুত্বপূর্ণ। আর আমরা আশঙ্কা করছি রাশিয়া কিয়েভে যে কোনো সময় হামলা করবে। বিশেষ করে আমি যেটি বলেছি, আগামী কয়েক দিনের মধ্যে। তাদের মূল্য লক্ষ্য হলো রাজধানী।
তবে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার শক্তি কিয়েভের আছে বলে দাবি করেছেন ওলাদিমির ক্লিচকো। তাদের কাছে পর্যাপ্ত অস্ত্রও আছে।
এ ব্যাপারে ওলাদিমির ক্লিচকো বলেন, আমাদের অনেক অস্ত্র আছে। সামরিক অস্ত্র আছে; যা (কিয়েভের দখল রাখতে) করা সম্ভব তাই করব।
তিনি আরও বলেন, আমরা জানি না কতদিন কিয়েভের দখল রাখতে পারব। আমরা রাশিয়াকে যতদূর সম্ভব ঠেকাব। তবে যতদিন সম্ভব আমরা কিয়েভের দখল রাখব।
ওলাদিমিরি আরও বলেন, আমাদের যা প্রয়োজন সেটি হলো আন্তর্জাতিক সাহায্য। আপনাদের রাশিয়াকে আলাদা করে দিতে হবে। রাশিয়াকে অর্থনৈতিকভাবে আলাদা করে দিতে হবে।
সূত্র: সিএনএন
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত