ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরিতে জড়িত যুক্তরাষ্ট্র’, জরুরি বৈঠকে জাতিসংঘ

| আপডেট :  ১২ মার্চ ২০২২, ১২:৩০  | প্রকাশিত :  ১২ মার্চ ২০২২, ১২:৩০

 

 

 

 

যুক্তরাষ্ট্রের সহায়তায় নিজেদের ভূখণ্ডে রাসায়নিক বা জৈবিক অস্ত্র তৈরি করছে ইউক্রেন বলে অভিযোগ করেছে রাশিয়া। পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার (১১ মার্চ) আর কিছুক্ষণ পর জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ। সেখানে তা নিয়ে আলোচনা হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অনুরোধেই এই বৈঠক হচ্ছে। যদিও দেশটি এখনও ওই অভিযোগের পক্ষে কোনও তথ্য প্রমাণ দেয়নি।

তবে রুশ কর্তৃপক্ষ কয়েক বছর ধরেই বলে আসছে, ইউক্রেনে সোভিয়েত যুগের গবেষণা ল্যাবরেটরিগুলো বিপদমুক্ত করার ক্ষেত্রে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রচেষ্টা আসলে জীবাণু অস্ত্র তৈরির আড়ালমাত্র।

কিন্তু বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন সংকট শুরু হওয়ার পরই হঠাৎ করে এসব অভিযোগ উঠতে শুরু করেছে। ইতোমধ্যে এসব অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে মার্কিন মিশন বলছে, রাশিয়া ঠিক এই ধরনের একটা ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া কারণ দেখিয়ে ইউক্রেনে জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্রের হামলা চালানোকে যৌক্তিকতা দেখানোর চেষ্টা করতে পারে। অনেক আগে থেকেই এই সতর্কবাণী উচ্চারণ করে আসছে তারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত