৪৯ মিনিটের ফোনালাপে যা বললেন বাইডেন-জেলেনস্কি
ফোনালাপের পর জেলেনস্কি টুইট বার্তায় জানায়, ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি সম্পর্ক বাইডেনকে জানানো হয়েছে। অবগত করা হয়েছে বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার অপরাধ সম্পর্কেও। তিনি বলেন, আমরা ইউক্রেনের নিরাপত্তা জোরদার এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াতে আরও পদক্ষেপের বিষয়ে সম্মত হয়েছি।
রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকে যতবার বাইডেন জেলেনস্কির মধ্যে ফোনালাপ হয়েছে তার সময়সীমা ছিল ৩০ থেকে ৪০ মিনিট।
রুশ হামলার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তার ওপর জোর দিয়েছেন জেলেনস্কি।চলমান যুদ্ধে ইউক্রেনকে ইতোমধ্যে অস্ত্রসহ অনেক সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সামনে আরও পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে শুক্রবার (১১ মার্চ) ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্টের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জি-৭ এর দেশগুলো মিলে রাশিয়ার ওপর আরও একাধিক নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এই ধরনের পদক্ষেপ হয়তো পুতিনকে তার কার্যক্রমের বিষয়ে আরও সতর্ক ও হিসেবি করে তুলবে।
সূত্র: সিএনএন, ডেইলি নিউজ
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত