সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের নতুন সভাপতি কামাল উদ্দিন

| আপডেট :  ১২ মার্চ ২০২২, ০২:০৩  | প্রকাশিত :  ১২ মার্চ ২০২২, ০২:০৩

মারুফ সরকার ,ঢাকা : গত ১০ মার্চ-২০২২ ইং বৃহস্পতিবার সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলমের পরিচালনায়,  অন্যতম উপদেষ্টা ড: মীর এম হাসান ও উপদেষ্টা খুরশিদ আলম তপনের সমন্বয়ে নির্বাচন  অনুষ্ঠিত হয়।

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের কার্যকারী কমিটির  সদস্যের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন,ফেনী জেলার কৃতি সন্তান, ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য, রিয়াদ আওয়ামী যুবলীগ এর সিনিয়র সহ সভাপতি,আমতলী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাবেক সভাপতি,কামাল উদ্দিন পাটোয়ারী,সাধারন সম্পাদক জহির উদ্দিন মনির,সাংগঠনিক সম্পাদক,আবদুল বাতেন,অর্থ সম্পাদক,ওমর ফারুক,দপ্তর সম্পাদক,শাহজাহান সাজু।

নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ফুলেল শুভেচ্ছা জানান,সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা আফসারুল আলম।

তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, আমার দেখা ফেনী প্রবাসীদের প্রাণের স্বেচ্ছাসেবী সংগঠন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের নবনির্বাচিত কমিটির স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুন্দর একটি কমিটি উপহার দিয়েছেন। আমি  আশা করি এ কমিটি  ফোরামকে আরো সুন্দর কিছু উপহার দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নবনির্বাচিত কমিটির সকলের জন্য শুভকামনা রইলো।

নবনির্বাচিত  কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো ফোরামকে এগিয়ে নেওয়ার জন্য ,আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেনো সঠিক ভাবে পালন করতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত