দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

| আপডেট :  ১২ মার্চ ২০২২, ০৭:৩৩  | প্রকাশিত :  ১২ মার্চ ২০২২, ০৭:৩৩

জুবায়ের ইসলাম,দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকেল ও গ্যাস সিলিন্ডার বহনকারী পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত

শনিবার বেলা ১১টার দিকে বাউফল-দুমকি মহাসড়কের মুরাদিয়া বোর্ড অফিস বাজার এর পূর্ব দিকে বশিরউদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বায়েজিদ (১৪), ইউসুফ (৩৩) ও হিরা(১৮) এবং আহতরা হলেন নিহত হিরার ভাই মানিক ও হাবিবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে শিক্ষক ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। এসময় মুরাদিয়া বশির উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের পিছন থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী পিক আপ এবং বিপরীত দিক থেকে আসা হিরা, মানিক ও বায়েজিদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়। পরে আহত অবস্হায় ইউসুফ ও হিরাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, এ ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী পিকআপসহ ড্রাইভার জহিরুল ইসলাম ও হেল্পার জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত