গৌরীপুর পাবলিক কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

| আপডেট :  ১২ মার্চ ২০২২, ০৯:২২  | প্রকাশিত :  ১২ মার্চ ২০২২, ০৯:১৪

ময়মনসিংহ প্রতিনিধি : ‘শিক্ষার জন্য এসো হে নবীন, আলোকিত মানুষ হতে আলোর মিছিলে’এই শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুর পাবলিক কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ শনিবার (১২ মার্চ) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু।

বক্তব্য রাখেন কলেজ পরিচালক ওয়ারিছ উদ্দিন ফকির এবং প্রভাষক সাদ্দাম হোসেন, গৌরীপুর পৌসভার কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া,স্বে”ছাসেবী সংগঠন পল্লী প্রত্যাশার চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রধান নির্বাহী পরিচালক শেখ ফারুক আহমেদ, পরিচালক অপারেশন শরীফ হোসাইন, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, শিক্ষাবিদ শামীম আহমেদ, প্রভাষক আতাহার রবিউন নূর, প্রভাষক স্বপন মিয়া, প্রভাষক বাপ্পি মোল্লা, প্রভাষক রবিন দাস, হুমায়ূন কবির, সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।

নবাগত সকল ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, পরিচালক প্রভাষক সাদ্দাম হোসেন ও ওয়ারিছ উদ্দিন ফকির এবং অতিথিবৃন্দ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত