মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি, বখাটের কারাদণ্ড
ময়মনসিংহ করেস পন্ডেন্ট: ময়মনসিংহের ফুলপুরে ১৪ বছরের মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে ইউসুফ মিয়া (২৪) নামে এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত ইউসুফ মিয়া উপজেলার কাজিয়াকান্দা (মাদ্রাসা সংলগ্ন) এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
বুধবার (১৬ মার্চ) বিকাল ৪টার দিকে পৌরসভার দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে বখাটে ইউসুফ মিয়াকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি এই দন্ড দেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর দেড়টার দিকে ওই মাদ্রাসা ছাত্রী করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে পৌরসভার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে দক্ষিণ গোদারিয়া মহিলা কলেজ মোড়ে আসতেই বখাটে ইউসুফ মিয়া তাকে শ্লীলতাহানি (পিছন থেকে জড়িয়ে) করে। পরে ওই মাদ্রাসা ছাত্রী চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়েন।এমতাবস্থায় স্থানীয়রা ওই বখাটেকে আটক করে পুলিশে খবর দেন।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববিকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষী ও ইউসুফকে জিজ্ঞাসাবাদে শ্লীলতাহানির বিষয়টি স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
দন্ডপ্রাপ্ত ইউসুফ মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আব্দুল্লাহ আল মামুন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত