জেলা আ’লীগকে দু’ভাগ করার উদ্দেশ্য ছিল কাদের মির্জার: এমপি একরাম

| আপডেট :  ১৭ মার্চ ২০২২, ০৬:৩৫  | প্রকাশিত :  ১৭ মার্চ ২০২২, ০৬:৩৫

নোয়াখালী-৪ ( সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেছেন, নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অজানা কারো ইশারায় জেলা আ.লীগকে দ্বিখন্ডিত করার চেষ্টা করেছেন। কিন্তু জেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ.লীগ ও জেলা আ.লীগ তা হতে দেয়নি। জেলা আ.লীগ একই রয়েছে। শেখ হাসিনা চাইলে আগামী ২৩ জুলাই জেলা আ.লীগের সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হবেন বলেও ঘোষণা দেন একরাম এমপি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

একরামুল করিম চৌধুরী আরও বলেন, কাদের মির্জা নোয়াখালী আওয়ামী লীগকে দিখণ্ডিত করতে চেয়েছিলেন। সেটা কার নির্দেশে ছিল তা আমি জানি না। কিন্তু নোয়াখালী ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগ তা হতে দেয়নি। অনেকে মনে করেছে আমি এমপি, আমি হয়তো ত্যাড়ামি করব। আমি আমার দলের বিরুদ্ধে ত্যাড়ামি করতে পারি না। এটা আমার দ্বারা সম্ভব না। আগামী ২৩ জুলাই আওয়ামী লীগের সম্মেলন। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে চায় তাহলে আমি সভাপতি পদে দাঁড়াতে চাই।

তিনি বলেন, যারা স্থানীয় নির্বাচনে মনোনয়নের জন্য দলীয় প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের কোনো ক্ষমা নেই। আমি আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বর। আমাকে নিয়ে কটূক্তি করা আর শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা এক কথা।

একরামুল করিম বলেন, যারা আওয়ামী লীগকে নিয়ে টেন্ডারবাজি করছেন, করেন। কিন্তু একা করবেন তা হবে না। নেতাকর্মীদের নিয়েও করেন। শুধু আপনারা খাবেন আর আমার কর্মীরা খাবে না তা হবে না তা হবে না। আমি কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। আমি গত এক বছরের একরাম চৌধুরী নাই। মৃত্যু থেকে ফিরে এসেছি, মরতে হলে কর্মীদের জন্য মরব।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত