ময়মনসিংহে ১ মন ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫

| আপডেট :  ২০ মার্চ ২০২২, ১২:০৯  | প্রকাশিত :  ২০ মার্চ ২০২২, ১২:০৯

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে ৫৪ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। এসময় গাঁজা সরবরাহ কাজে ব্যবহৃত দুটি পিকআপ,পাঁচটি মোবাইল ও ১০ হাজার জব্দ করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, নেত্রকোনা জেলার হারুন মিয়ার ছেলে মোঃ নাছির মিয়া (২৮), মৃনাল মিয়ার ছেলে মোঃসবুজ মিয়া (২৩), মো. মোখলেস মিয়ার ছেলে মোঃআল আমিন (২২), মৃত মতি মিয়ার ছেলে মো. রেজাউল করিম ছেলে (৪৩) ও মৃত আব্দুস সাত্তার ফকিরের ছেলে মোঃশামীম ফকির (২৪)।

শনিবার বিকালে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত শুক্রবার রাতে জেলার নান্দাইল ও গৌরীপুর থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪’র কোম্পানী অধিনায়ক মেজর আকের মুহম্মদ জয় বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দুটি চক্র এক হয়ে ট্রাকে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা এসে জেলার বিভিন্ন উপজেলায় গাঁজা সর্বরাহ করে আসছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছ হস্তান্তর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত