ময়মনসিংহে দুটি মেছো বাঘের শাবক উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি : নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে ময়মনসিংহের গৌরীপুরে মেছো বাঘের দুইটি শাবক উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ মার্চ)দুপুরে উপজেলার লামাপাড়া গ্রামের মেশাররফ হোসেনের নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে শাবক দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে মোশারফ হোসেন গরুর জন্য নেপিয়ার ঘাসের
ক্ষেত থেকে ঘাস কাটতে গেলে প্রথমে একটি মেছো বাঘের শাবক দেখতে পেরে স্থানীয়দের নিয়ে শাবকটি উদ্ধার করে। এর কিছুক্ষণ পর এলাকাবাসী আরেকটি শাবককে আটক করেন।এ বিষয়ে গৌরীপুর বন কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, প্রথমে স্থানীয় সাংবাদিক বিষয়টি আমাদের জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ স্যারের নির্দেশ ক্রমে আমরা ঘটনাস্থলে গিয়ে শাবক দুটি উদ্ধার করি। শাবক দুটি আমাদের হেফাজতে আছে। শাবক দুটিকে গাজিপুরের সাফারী পার্কে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে শাবক দুটি বনবিভাগকে উদ্ধারের নির্দেশনা দিলে তারা ঘটনাস্থলে গিয়ে দুটি শাবককে উদ্ধার করে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত