ময়মনসিংহে টিসিবি পণ্য পাবেন ৩ লাখের বেশি পরিবার
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য পাবেন ৩ লাখ ২হাজার ৯৭১টি পরিবার।
রবিবার (২০ মার্চ) থেকে স্বল্পমূল্যে টিসিবি পণ্য দিতে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
শনিবার (১৯ মার্চ)নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য জেলার ১৩ টি উপজেলা ও সিটি করপোরেশনের ৩৩ টি ওয়ার্ডে স্পষ্ট নির্ধারণের ট্রাক সেলের মাধ্যমে ৩ লাখ ২হাজার ৯৭১টি পরিবারের মাঝে পণ্য বিক্রয় করা হবে। এর মধ্যে সিটি করপোরেশনে ৭০ হাজার ৪০৯ জন ও বাকি ২ লাখ ৩২ হাজার ৫৬২ জন বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বাছাই করা হয়েছে।সিটি করপোরেশনসহ ১৩ টি উপজেলা ও পৌরসভা মোট ৫৬৬ টি স্পট পণ্য বিতরণের জন্য নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসন কার্যালয় সুত্র জানায়, পণ্য বিতরণের উপকারভােগী বাছাই, কার্ড বিতরণ, ডিলার নিয়ােগ ও বরাদ্দ সংশ্লিষ্ট সকল কার্যক্রম বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হয়। প্রতিজনের জন্য দুই ধাপে পণ্য বিতরণ করা হবে। যার প্রথম ধাপ শুরু হবে ২০ মার্চ ২০২২ তারিখ হতে। প্রতি উপকারভোগী দুই কেজি হারে চিনি, মশুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন।
এক্ষেত্রে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা হারে নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও, প্যাকেজিং প্রক্রিয়া যথাযথ ও স্বচ্ছ হচ্ছে কিনা তা তদারকি করার জন্য তিন শিফটে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ অন্যান্য সকল উপজেলা থেকে কর্মচারী নিয়ােগ দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপপরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তীসহ অন্যরা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত