মাদক সেবন ও সংরক্ষণের দায়ে গৌরীপুরে দুই জনের দণ্ড
ময়মনসিংহ প্রতিনিধি : মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ময়মনসিংহের গৌরীপুরে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২০ মার্চ)সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
উপজেলার বোকাইনগর ও মাওহা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ৫০০+২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে দণ্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাংগাটিপাড়া গ্রামের মৃত মহরম আলী’র ছেলে মোঃ ফারুক ইসলাম (৩৮)এবং মাওহা ইউনিয়নের খলতবাড়ী গ্রামের মৃত শাহজাহান’র ছেলে মোঃ কামাল ফকির (৩৯)।
pউপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেন। ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী মোঃ রইছ উদ্দিন এ বিষয়ে বলেন মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে দুই জনকে যথাক্রমে ১ বছর ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার ৫ শত টাকা অর্থদন্ড,অন্যজনকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
অভিযানে সার্বিক সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেল,জেলা কার্যালয়, ময়মনসিংহ। তিনি আরো বলেন উদ্ধারকৃত মাদক পুঁড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত