সিসিটিভি ফুটেজ দেখে চুরির মামলার আসামী গ্রেফতার

| আপডেট :  ২১ মার্চ ২০২২, ১১:৫১  | প্রকাশিত :  ২১ মার্চ ২০২২, ১১:৫১

ময়মনসিংহ প্রতিনিধি: সিসিটিভি ফুটেজ দেখে চুরির মামলার আসামী মো.আব্দুল আজিজ ওরফে আজিজুল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই।
গ্রেপ্তারকৃত মো. আব্দুল আজিজ ওরফে আজিজুল জেলার ত্রিশাল উপজেলার বাগান এলাকার মো. আব্দুর রশিদের ছেল।

গত রবিবার সন্ধ্যার পর ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাগান এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ২০১৯ সালের ১ ডিসেম্বর দ্বিবাগত রাতে টেক্সটাইল সিটি (কনজ্যুমার গার্মেন্টস লি.) ৯ লক্ষ ৬০ হাজার ৪০০ টাকা চুরি হয়। এই ঘটনার পরদিন ২ ডিসেম্বর ত্রিশাল থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। মামলার পর ত্রিশাল থানা পুলিশ ৭ মাস তদন্ত করেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পরে মামলাটি ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) কাছে হস্তান্তর করা হলে সিসিটিভি ফুটেজ দেখে দীর্ঘ তদন্তের পর আজিজুলকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও একই মামলার তিন আসামীকে গ্রেপ্তার করা হয়।

গৌতম কুমার বিশ্বাস আরও বলেন, গ্রেপ্তারকৃত আজিজুলকে আদালতে তুলা হলে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত