ঢাকায় রেকর্ড ছাড়িয়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা
গরমের শুরুতেই ঢাকায় রেকর্ড ছাড়িয়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে এই সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। শুধু গেল ২৪ ঘন্টায়ই আইসিডিডিআরবিতে রোগী ভর্তি হয়েছে ১২শ’র বেশি। যা এ যাবৎকালে সর্বোচ্চ।
তাই রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। প্রতিষ্ঠার পর থেকে গত ৬০ বছরে ডায়রিয়ার এতো রোগী দেখেনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ।
মার্চের শুরু থেকেই গরম পড়তে শুরু করায় প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। তবে ১৭ই মার্চ থেকে প্রতিদিন গড়ে ১ হাজারের বেশি রোগী আসছে এখানে। হাসপাতালের শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি হওয়ায় তাঁবু টানিয়ে ডায়রিয়া রোগীর চিকিৎসা দিচ্ছে আইসিডিডিআরবি। রোগীর চাপ বাড়তে থাকায় দ্বিতীয় দফায় তাঁবু ফেলে হাসপাতাল বড় করার প্রস্তুতিও নেয়া হচ্ছে।
আইসিডিডিআরবি অ্যাসিসট্যান্ট সায়েন্টিস্ট ডাক্তার শোয়েব বিন ইসলাম বলেন, ‘এইবার যেটা হয়েছে সেটা হল অনেক বেশি মাত্রায় রোগী ভর্তি হচ্ছে। বিগত ৭ দিন থেকে হাজারের উপর রোগী থাকছে। প্রতিদিন প্রায় এক হাজারের উপর রোগী আমাদের এখানে আসছে। বেশির ভাগ রোগী আসছে যাত্রাবাড়ি, সায়েদাবাদ, শনিরআখরা, মোহাম্মদপুর এলাকা থেকে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত