ময়মনসিংহে শিশুকে গলা কেটে হত্যা, মা আটক
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাহমুদা আক্তার (৪) নামে এক শিশুকে কাঁচি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় মা নাজমা বেগম (৪০) আটক করেছে পুলিশ। নিহত মাহমুদা আক্তার জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাও এলাকার রমজান আলীর মেয়ে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের দাওসাও এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত নাজমা বেগম ওই এলাকার মৃত হযরত আলী ফকির।
ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নাজমা বেগম কিছুটা মানসিক প্রতিবন্ধীর মত আচরণ করেন। তবে, তার একাধিক বিয়ে হয়েছে। আনুমানিক গত ৫ বছর আগে জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাও এলাকার রমজান আলীর সাথে বিয়ে হয়। রমজান আলী মাদক ও জুয়া খেলায় আসক্ত হওয়ায় ওই শিশু ৩ মাসের গর্ভে থাকা অবস্থায় বাবার বাড়ি চলে আসেন। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন।
ঘটনার দিন শিশু মাহমুদা আক্তার পাশের বাড়ির উঠানে খেলাধুলা করছিলেন। হঠাৎ করেই নাজমা বেগম দৌড়ে দিয়ে তার মেয়েকে মাটিতে ফেলে কাঁচি দিয়ে তার গলা কেটে হত্যা করে। পরে আশপাশের লোকজন ছুটে এস শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পারেন। পরে স্থানীয়রা নাজমাকে শিকলে বেঁধে থানায় খবর দেয়।
ওসি মোল্লা জাকির হোসেন আরও বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। শিশুর মা নাজমা আক্তারকে আটক করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত কাঁচি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত