যে কারণে শুক্রবার দুপুর থেকে বিঘ্ন ঘটতে পারে ইন্টারনেট সেবায়

| আপডেট :  ২৭ মে ২০২১, ১১:৪৮  | প্রকাশিত :  ২৭ মে ২০২১, ১১:৪৮

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) জানিয়েছে, শুক্রবার (২৮ মে) দেশে ৮ ঘণ্টার জন্য দেশে ইন্টারনেটের গতি কম থাকতে পারে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডাব্লিউই-৪ এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৮ মে এই সাময়িক অসুবিধায় পড়তে পারে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। সাবমেরিন ক্যাবলের বর্তমান ভূগর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করা হবে সেদিন।

এদিন দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রথম সাবমেরিন ক্যাবলের রুট প্রতিস্থাপনের কাজ চলবে। এসময় এই ক্যাবলের সেবা পুরোপুরি বন্ধ থাকবে। তবে এসইএ-এমই-ডাব্লিউই-৫ দ্বিতীয় সাবমেরিন কেবল ও ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটরের সার্কিটগুলো চালু থাকবে।

ফলে গ্রাহকদের এসময় খুব একটা অসুবিধা পোহাতে হবে না বলেও আশা প্রকাশ করেন তারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত