স্বাধীনতা দিবসের র‍্যালির প্রস্তুতির সময় ছাত্রলীগ নেতার উপর হামলা

| আপডেট :  ২৬ মার্চ ২০২২, ০৮:১৬  | প্রকাশিত :  ২৬ মার্চ ২০২২, ০৮:০৫

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে স্বাধীনতা দিবসের র‌্যালির প্রস্তুতির সময় সাবেক ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুলতান জনিকে (৩০) কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এসময় আরও আহত হয়েছেন আরও দু’জন।
শনিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে পৌর শহরে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

সাবেক ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুলতান জনি পৌরসভার পশ্চিম ভালুকা এলাকার আব্দুস সাত্তার’র ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায় ঘটনার সময় ১০ টার দিকে ইমতিয়াজ সুলতান জনির নেতৃত্বে তার সমর্থকরা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মহান স্বাধীনতা দিবসের র‌্যালি করার উদ্দেশ্যে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হন। স্কুল প্রাঙ্গন থেকে র‌্যালি বের করার সময় সন্ত্রাসীরা জনির ওপর অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিঠিয়ে তাকে মারাত্মক আহত করে। হামলায় জনির সমর্থক পশ্চিম ভালুকা এলাকার আকিক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা দিদারুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ সুলতান জনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল শেখ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, হামলাকারীদের ইতিমধ্যেই চিন্হিত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আহত ইমতিয়াজ সুলতান জনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত