সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে : ফখরুল

| আপডেট :  ২৭ মার্চ ২০২২, ১২:১০  | প্রকাশিত :  ২৭ মার্চ ২০২২, ১২:১০

 

সরকারকে স্বৈরাচারী শাসকদের মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একনায়ক, স্বৈরাচার ও ফ্যাসিবাদী কোনো সরকারই অতীতে রক্ষা পায়নি। আওয়ামী লীগ সরকারেরও একই পরিণতি হবে। পালানোর কোনো পথ খুঁজে পাবে না।

আজ শনিবার নয়াপল্টনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইমলাম বলেন, সরকারের দিন শেষ। এখনো সময় আছে। আওয়ামী লীগকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি ক্ষমতায় আসবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘সারা দেশের মানুষ এই ৫০ বছর পর এই আক্ষেপ করছে যে আমরা ৫০ বছর হলো স্বাধীন হলাম, একটা স্বাধীনতা ফিরিয়ে আনলাম, কী পেয়েছি আমরা? আজকে আমাদের কথা বলার স্বাধীনতা নেই, আজকে আমাদের নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবার স্বাধীনতা নেই। মানুষের গণতান্ত্রিক কোনো অধিকার নেই। আজকে অর্থনীতি ধ্বংসের পথে চলে গেছে, চাল-ডাল-তেল-লবণ সব কিছুর দাম এমনভাবে বেড়ে গেছে যে সাধারণ মানুষ তা কিনতে পারে না। আজকে জ্বালানি তেলের দাম হুহু করে বাড়ছে। আবার নাকি গ্যাসের দাম নতুন করে বাড়াবে?’

সূত্র : কালের কণ্ঠ।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত