রাশিয়ার হামলায় নতুন করে কেঁপে ওঠল লাভিভ
ইউক্রেনের পূর্ব দিক ও পোল্যান্ডের সীমান্ত ঘেষা লাভিভ প্রদেশে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা চালালেও লাভিভকে এর বাইরে রেখেছিল।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর বড় হামলার লক্ষ্যবস্তু হিসেবে শুধুমাত্র লাভিভ বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল রাশিয়া।
এরপর লাভিভ শান্তই ছিল। কিন্তু শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে কেঁপে ওঠেছে প্রদেশটি। সিটি সেন্টারের কাছে হামলার ঘটনা ঘটে।
গণমাধ্যম দ্য গার্ডিয়ানের সাংবাদিক ড্যানিয়েল বোফে লাভিভ থেকে জানিয়েছেন, খুব সম্ভবত রাশিয়া লাভিভে তিনটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে একটি শহরটির যোগাযোগ ব্যবস্থার টাওয়ারের কাছে পড়েছে।
লাভিভ প্রদেশের একজন কর্মকর্তা জানিয়েছেন, লাভিভের ক্রাইভচেটসির কাছে তিনটি মিসাইল এসে পড়েছে। সবাই শান্ত থাকুন। ঘরে থাকুন।
লাভিভ সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানিয়েছেন, মনে হচ্ছে রাশিয়া লাভিভে অবস্থিত একটি তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে লাভিভে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা বিষয়টি বেশ গুরুত্বের সহকারে নিচ্ছেন সবাই। কারণ এটি নতুন করে হামলা বাড়ানোর ইঙ্গিত হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত