গৌরীপুরে মাদক সেবন ও সমঞ্জামাদী সংরক্ষনেরদায়ে ৩ জনের জেল-জরিমানা

| আপডেট :  ২৮ মার্চ ২০২২, ১০:৪৫  | প্রকাশিত :  ২৮ মার্চ ২০২২, ১০:৪৫

ময়মনসিংহ প্রতিনিধি : মাদক সেবন ও সরাঞ্জমাদী সংরক্ষণ করার অপরাধে ময়মনসিংহের গৌরীপুরে ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

উপজেলার মাওহা ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে হাতে নাতে ৩ জন কে আটক করে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে দণ্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার
মাওহা ইউনিয়নের ঘাটেরকোনা গ্রামের মৃত আব্দুস ছোবাহানের ছেলে মোঃ রুবেল (৪০), ভূটিয়ারকোনা গ্রামের সোনাফর আলীর ছেলে মোঃ সবুজ মিয়া (৫০), কেল্লাতাজপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে মোঃ আলমগীর হোসেন (২৫)।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেন।

ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী মোঃ রইছ উদ্দিন এ বিষয়ে মুক্তকন্ঠকে বলেন মাদক সেবন ও সরাঞ্জমাদী সংরক্ষণ করার অপরাধে প্রত্যেক কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ৫ শত টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে।

অভিযানে সার্বিক সহায়তা করেন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেল,জেলা কার্যালয়, ময়মনসিংহ। তিনি আরো বলেন আসামীর নিকট থেকে উদ্ধারকৃত সরাঞ্জমাদী পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত